চট্র্রগ্রাম মেডিকের কলেজ

টাকা বিলিয়েও আইসিইউ পায়নি তারা-৮ ঘন্টার ব্যবধানে ২ ভাইয়ের মৃত্যু

চট্রগ্রাম প্রতিনিধঃ মাত্র ৮ ঘন্টার ব্যবধানে বিনা চিকিৎসায় মারা গেলে যুবক দুই ভাই। প্রচন্ড শ্বাসকষ্টে  মৃত্যু হয় তাদের। করোনা উপসর্গ নিয়ে দুই ভাই প্রচন্ড শ্বসকষ্ট নিয়ে চার দিন আগে চট্র্রগ্রাম মেডিকের কলেজ  হাসপতলে ভর্তি হয়।

যে কারনে বাড়ছে নারায়ণগঞ্জে করোনার সংক্রমণ-জানতে এখানে ক্লিক করুন

এরপর ডাক্তার তাদের আইসিইউতে নেওয়ার পরামর্শ দেয় । কিন্ত আইসিইউ খালি না থাকায় এক প্রকার বিনা চিকিৎসায় মৃত্যু হয় তাদের।


মৃত দুই ভাই চট্রগ্রামের পূর্ব দেওয়ান নগর জোহরা বাপের বাড়ির মরহুম গোলাম রসুলের ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী মো. শাহ আলম (৩৬) ও মো. শাহ জাহান (৩২)।


গতকাল রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্ট জনিত কারনে মার যায় মধ্যপ্রাচ্য প্রবাসী মো. শাহ আলম (৩৬)। এর মাত্র ৮ ঘন্টার ব্যবধানে শনিবার সকাল ১০ টায় মৃত্যু হয় তার ছোট ভাই ব্যবসায়ী মো. শাহ জাহানের (৩২)।

 

গত ৩ দিন আগে তাদের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষার ফলাফল আসেনি এখনো তাদের।

দুই ভাইকে বাচানোর জন্য এক প্রকার পানির মতই টাকা ঢেলেছে তাদের পরিবার । যতটাকা দিতে হয় দিবে,তবুয়ো মেলেনি আইসিইউ।

আরও পড়ুন নিচে ক্লিক করে.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সারাদেশে

ব্রেকিং নিউজ-ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষনিক ভাবে অগ্নিকান্ডের কারন জানা যায়নি। ঢাকা