ট্রেনের টিকেট

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২২ মে,কাটতে লাগবে এনআইডি কার্ড-পড়ুন বিস্তারিত

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ পবিত্র দুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রীম টিকেট কাটা যাবে ২২মে বুধবার থেকে ও ফিরতি টিকেট কাটা যাবে ২৯ মে  বধবার। বরাবরের মতো ট্রেনের টিকেট কাটা যাবে অনলাইনে। মোট টিকেটের ৫০ শতাংশ টিকেট অনলাইনে কাটা যাবে বলোও ঘোষনা করা হয়েছে।

১৩ মে সোমবার রেল সচিব মোফাজ্জেল হোসেন গনমাধ্যেমকে গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, আমারা রেলমন্ত্রীর নেতৃত্বে জনগনের যাত্রাপথে ভোগান্তি যেন না পোহাতে হয় সে বিষয় নিয়ে সাবাই কাজ করছি। এবার প্রথমবারের মতো ট্রেনের টিকিট স্টেশনে ছাড়াও বাহিরে আলাদা কাউন্টার বসিয়ে ট্রেনের টিকিট বিক্রয় করা হবে।

ট্রেনের টি কালো বাজারি রুখতে এনআইডি কার্ড দেখে টিকেট দেওয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*