নারায়াণগঞ্জ বাণী২৪.কমঃ ডেঙ্গুর সংক্রামন কমাতে রাজধানীর প্রতিটি বাসায় গিয়ে এডিস মাশার প্রজননস্থল ধ্বংস করা হবে বলে ঘোষনা দিয়েছেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
২১ জুলাই রবিবার ডিএসসিসি আয়োজিত মশক নিধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিদিন ১৭১০টি বাসা পরিষ্কার করবে সিটি কর্পোরেশনের স্পেশাল কর্মীরা । তারা রাজধানীর প্রতিটি বাসাবাড়িতে গিয়ে এডিস মাশার প্রজননস্থল ধংশ ও পরিষ্কার করবে। ৫৭টি ওয়ার্ডের ইনস্পেকশন টিম ১৫ দিনে মোট ২৫ হাজার বাসা বাড়িতে গিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করবে। প্রতিটি টিম প্রতিদিন ৩০ টি করে বাড়ি ও বাণিজ্যিক ভবন পরষ্কার করবে। তাদের সাথে স্বাস্থ্য বিভাগের টিমও থাকবে। বাসাবাড়ি পরিষ্কারের সাথে কিভাবে বাসাবাড়ি পরিষ্কার ও এডিস মশার আভা ধ্বংস করতে হয় সেটি বাসীন্দদের বুজিয়ে দেবে।
সাঈদ খোকন আরো বরেন, সবাই মিলে একসাথে কাজ কররে উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে ও এডিস মশার উপদ্রব দ্রুত নিঃশ্বেষ করা সম্ভব হবে।
সাঈদ খোকন