নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত দুই প্রার্থীই বিপুল ভোটে জয়ী হবেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার দুুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির নব-নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানাতে এসে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ৩১ জানুয়ারী শুক্রবার অনুষ্ঠিতব্য নির্বাচন সম্পর্কে আমরা পর্যালোচনা করে দেখেছি, দক্ষিন সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস ৬৮ থেকে ৭২ শতাংশ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হবেন এবং ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আতিকুল ইসলাম ৬৩ থেকে ৬৮ শতাংশ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হবেন।
ব্যারিষ্টার ফজলে নূর তাপস বেশি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হওয়ার কারন হিসেবে শামীম ওসমান বলেন, তিনি অল্প বয়ষে পিতা-মাতাকে হারিয়েও নিজেকে শিক্ষ-দীক্ষায় যোগ্য নাগারীক হিসেবে গড়ে তুলেছেন। ফজলে নূর তাপস একজন যোগ্য সংসদ হিসেবে জনগনের মন জয় করে নিয়েছিলেন, এ ছাড়াও বাংলাদেশ সুপ্রিম কোর্ট অঙ্গনে নেতৃত্ব দিয়েছেন।
পরে শামীম ওসমান প্রয়াত নেতা শুক্কুর মাহমুদের কথা উল্লেখ করে বলেন, তিনি একজন বহুগুনে গুনান্নিত নেতা ছিলেন,আমরা তাহার আত্মর মাগফেরাত কামনা করছি।
এর আগে দুপুর ১ টা ৩০ মিনিটে আদালত প্রাঙ্গনে এসে তিনি নব নির্বাচিত আইনজীবি সমিতির সভাপতি এড.মহোসিন মিয়া ও সাধারন সম্পাদক এড.মাহাবুবুর রহমান সহ সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।