সুপ্রিমকোর্ট

তাজুলের বিরুদ্ধে ৩০০ কোটি টাকা অত্মসাৎ ও পাচারের মামলা চলবে-হাইকোর্ট

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আজিক কো-আপরেটিভ কর্মাস এন্ড ফাইনেন্স ব্যাংক লিঃ এর বিরুদ্ধে ৩০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট । ১২ ফেব্রুয়ারী বুধবার সুপ্রেীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ এবং কে এম জাহিদ সারোয়ার এর ব্যাঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্ট বিভাগের ডেপুটি এটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজিক কো-অপরেটিভ কমার্স এন্ড ফাইনেন্স এন্ড কমার্স ব্যাংক লিমিটেড এর নামে দেশের বিভিন্ন স্থানে ৮০ টি শাখা খুলিয়া বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাবসা পরিচালনা করে আসছিল। একই সাথে বিভিন্ন ব্যাক্তির নিকট হইতে অধিক মুনাফা প্রদানের ফাঁদে ফেলিয়া প্রায় ৩০০ কোটি টাকা গ্রহন এবং তাহা দেশ ও দেশের বাহিরে পাচারের অভিযোগে উক্ত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম সহ অন্যান্যদের বিরুদ্ধে রমনা থানায় ৪ টি এবং পল্লবি ও বংশাল থানায় ২ টি মামলা দায়ের করা হয়।
উক্ত মামলা সমূহের কার্যক্রম বাতিল চাহিয়া মোঃ আব্দুল অজিজ সহ অন্যান্যরা হাইকোর্টে ৬ টি পৃথক আবেদন দাখিল করে।
দফায় দফায় শুনানী শেষে ১২ ফেব্রুয়ারী বুধবার হাইকোর্টে দৈ¦ত ব্যাঞ্চ মামলা বাতিলের সকল আবেদন সরাসরি খারিজ করে দেন।একই সাথে আজিক কো-আপরেটিভ কর্মাস এন্ড ফাইনেন্স ব্যাংক লিঃ এর চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম সহ অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা ৩০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের ৬ টি মামলাই যথা নিয়মে বলে আদেশ প্রদান করেন হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

হাইকোর্ট

জাতির সঙ্গে মশকরা করবেন না-হাইকোর্ট

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ডিবি কার্যলয়ে যাকেই ধরে নেন (ডিবি অফিস) তাকেই খাবার টেবিলে বসিয়ে দেন। এগুলো কেন করতে গেলেন জাতির সঙ্গে মশকরা করবেন না”।