নারায়ণগঞ্জ বাণী২৪। দেশের সার্বিক করোনা পরিস্থিতি মোকাবেলায় পবিত্র রমজান মাসে দেশের সবগুলো মসজিদে এশা ও তারাবির জামতে সর্বোচ্চ ১২ জন শরিক হতে পারবে। এদের মধ্যে ১০ জন মুসল্লি ও ২ জন হাফেজ।
২৩ এপ্রিল বৃহষ্পতিবার ধর্ম মন্ত্রনালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয় রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।
ধর্ম মন্ত্রনালয় ইতিপুর্বে জুমআর নামাজ সহ অন্যান্য নামাজের জামাতের যে নির্দেশনা দিয়েছিল তাও বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।