তারেক কে দেশে ফিরিয়ে বিচারের সম্মুক্ষীন করা হবে – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

                                                                                                                                                             নারায়ণগঞ্জ বাণী নিউজঃ এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফৌজদারি অপরাধের দায়ে তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে।প্রধানমন্ত্রী এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেন , ‘আমরা ইতিমধ্যেই তারেক রহমানের প্রত্যর্পণের বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলেছি। মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পরও সে কীভাবে লন্ডনে থাকে? আমরা তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি। তাঁর সরকার তারেককে দেশে ফিরিয়ে নিতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তাকে (তারক রহমানকে) দেশে ফিরিয়ে নিতে সক্ষম হব ইনশাল্লাহ এবং সে তার কৃতকর্মের জন্য বিচারের সম্মুখীন হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তারেক রহমান দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, আর এখন ব্রিটেনের রাজধানীতে বসেও একই ধরনের অপরাধ করছে, চিন্তা করে দেখুন কত বড় সন্ত্রাসী সে।’ লন্ডন হাইকমিশনে বিএনপির সন্ত্রাসীদের ভাঙচুরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সন্ত্রাসীরা তারেক রহমানের নির্দেশে জাতির পিতার প্রতিকৃতিকে অসম্মান করেছে । আমি জানতে চাই তারা এই সাহস কোত্থেকে পেল?’ এ প্রসঙ্গে তিনি হাইকমিশনের ভূমিকার সমালোচনা করে বলেন, ‘আমি জানি না সেদিন কে হাইকমিশনের দায়িত্বে ছিলেন এবং আমার প্রশ্ন, কেন তারা সেদিন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সিদ্ধিরগঞ্জে করোনায়

সিদ্ধিরগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত ১০ বছর বয়ষের শিশু

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জে ১০ বছরের শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শিশুটির বাড়ি সিদ্ধিরগঞ্জের মিজমিজি মৌচাক চিশতীয়া বেকারী এলাকায়।