থানকুনি পাতা

থানকুনি পাতা খেলে রেহাই পাবে করোনা থেকে-গুজব ছড়ানোর কারন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ৩ টা থানকুনি পাতা খেলে করোনা ভাইরাস আক্রান্ত থেকে বাচা যাবে এমন গুজবে সারা দেশে হাজারো মানুষ থানকুনি পাতা(স্থানীয় ভাষায় টাকা পাতা) সংগ্রহের জন্য হীরিক শুরু করে দিয়েছে।

দেশের জনগন করোনা নিয়ে সচেতন হলেও একটি শ্রেণীর মানুষ গুজবে কান দিয়ে থানকুনি পাতা সংগ্রহ করতে.বন-জঙ্গল ও নদীর কিনারায় ভীর জমাচ্ছে।

তবে থানকুনি পাতার কিছু মহা  ওষধি গুনাগুন রয়েছে। থানকুনি পাতার রস , ঠান্ডা,জ্বর, শর্দী-কাসির রোগের জন্য অনেক উপকরি।

যেহেতু করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষন হচ্ছে ঠান্ডা,জ্বর, শর্দী-কাসি, তাই গুজব রটানো হয়েছে থানকনি পাতা খেলে করোনা ভাইরাস থেকে মুক্ত পাওয়া যাবে।

সবাই সচেতন হোন, করোনা ভাইরারাসের সংক্রামন থেকে বাচার জন্য দেশ.জাতি ও নিজের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন।

করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে কোরআন ও সুন্নাহ মোতাবেন সরকার থেকে যে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে তা মেনে চলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*