নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ২৪ ঘন্টার মধ্যে ৭ ঘন্টা ফেসবুক বন্ধ রাখার দাবি জানিয়েযছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।
১৬ এপ্রিল মঙ্গলবার জাতীয় ছাত্রসমাজের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
রওশন এরশাদ বলেন, রাত ১২ টা থেকে সকাল ৭ টা পর্জন্ত ফেসবুক বাংলাদেশে বন্ধ রাখা প্রয়োজন। কারন , ছাত্র-ছাত্রীলা রাত জেগে ফেসবুক ব্যবহার করার করনে লেখাপড়া ও শারীরিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। অধিকহারে জিপেএ-৫ পাওয়া শিক্ষর্থীরা ভাল করে ইংরেজিতে একটা দরখাস্ত লিখতে পারেনা। দক্ষ জনশক্তির অভান আমাদের দেশে দিনে দিনে বেড়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, সরকারের কাছে আমরা দাবি যানিয়েছ সরকারি চাকুরির বয়ষ ৩৫ করার জন্য।শিক্ষার্থীদের ভাল করে লেখাপড়া করে যোগ্য মানুষ হতে হবে, ঢাবি সহ অন্য সকল বিশ্ব বিদ্যলয়ের জাতীয় ছাত্র সমাজকে আরও শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক মোড়ল জিয়াউর রহমান, জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা ও প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী সহ আরো অনেকে।