নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনার টিাকর প্রথম ডোজ গ্রহনের পর সাবধানতা অবলম্বন করার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। স্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে দুই ডোজ নেয়ার পরই করোনার টিকা কার্যকরী হয়।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,দুই ডোজ নেয়ার পরও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য দুই সপ্তাহ লেগে যেতে পারে। এজন্য সাবধান থাকতে হবে।
আরও পড়ুন-অনুপ্রেরণাদায়ী শীর্ষ তিন নেতার তালিকায় শেখ হাসিনা
টিকা নেয়ার কারণে কারো করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বা পজিটিভ শনাক্ত হওয়ার সুযোগ নেই।