নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ইসলাম ধর্মে মহিলাদের পর্দা করা ফরজ হলেও বিশ্বের কিছু দেশে আইন করে তা নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কিছু মুসলিম দেশও। বোরকা ও হিজাব
সম্প্রতি গণভোটে সামান্য ব্যবধানে ‘প্রকাশ্যে মুখ ঢাকা পোশাক’ নিষিদ্ধের বিতর্কিত প্রস্তাব পাস করেছে সুইজারল্যান্ড। গনভোটের মাধ্যেমে ৫১ দশমিক দুই শতাংশ মানুষ প্রস্তাবটির পক্ষে রায় দেওয়ার করদে দেশের প্রচলিত আইন অনুযায়ি ‘প্রকাশ্যে মুখ ঢাকা পোশাক’ নিষিদ্ধের বিতর্কিত প্রস্তাব পাস করা হয়। পোশাকের ধরন উল্লেখ করা না হলেও মুসলিম নারীদের বোরকা বা নিকাবকে লক্ষ্য করেই প্রচার চালানো হয় সুইজারল্যান্ডে।
আরও পড়ুন-উগান্ডা থেকেও ইন্টারনেটের গতি অনেক কম বাংলাদেশের
এছাড়াও অনেক আগে থেকে মনগড়া কিছু কারন দেখিয়ে বিশ্বের অনেক দেশে নারীদের নেকাব, হিজা ও বোরখা পড়ায়ে নিষেদ্ধা আরোপ করে রেখেছে। আসুন দেখে নেওয়া যাক এমন কিছু দেশের তালিকা। বোরকা ও হিজাব
- ফ্রান্স
- বেলজিয়াম
- নেদারল্যান্ডস
- স্পেন
- ব্রিটেন
- সুইজারল্যান্ড
- ইতালি
- অস্ট্রিয়া
- জার্মানি
- শাদ
- ক্যামেরুন
- তাজিকিস্তান
- মরক্কো
- নাইজার
- শ্রীলঙ্কা
- তিউনিসিয়া