নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নিজ দেশের চাহিদা মেটাতে করোনার ভারতে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকা রপ্তানির ক্ষেত্রে দেশটি সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর ফলে ভারত থেকে করোনার করোনা ভ্যাকসিন আমদানীকরা প্রায় ১৯০ দেশে প্রভাব পরবে।
২৫ মার্চ বুধবার ভারতের করোনাভাইরাস টিকা রপ্তানি সাময়িত স্থগিত করার বিয়টি জানানো হয়।
ভারতে ক্রমশই বাড়ছে করোনার শক্রমন। ভারতের অভ্যন্তরে বেশি পরিমাণ করোনা ভ্যাকসিন সরবরাহ করার প্রয়োজন হতে পড়বে। এরমধ্যে আগমী সপ্তাহে শুরু হচ্ছে ৪০ বছর বয়সিদের টিাকার প্রদান। নিজ দেশে টিকার চাহিদা বাড়ায় দেশের চাহিদা পূরণের লক্ষো আপাতত টিকা রপ্তানি বন্ধ রাথা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, তাদের দেশে করোনার সংক্রমনের হার অধিক । টিকা উৎপাদনের তুলনায় দেশের অভ্যন্তরিন চাহিদা অধিক। তাই সাময়িক ভাবে বিশ্বের সব দেশে টিকা সাময়িক ভাবে রপ্তানির উপর নিষেদ্ধাজ্ঞা জারী করা হয়েছে। আশা করছি দ্রুত উৎপাদন বৃদ্ধি করে আবারও টিকা রপ্তানি শুরু করবে।
করোনা সংমণে বাংলাদেশ ঝকিপূর্ণ। বাংলাদেশে প্রয়োজনীয় টিকা রপ্তানি করছেনা ভারত। বানিজ্যক চুক্তি হলেও চাহিদা অনুযায়ী বাংলাদেশকে দেওয়া হয়নি করোনা ভ্যাকসিন। গত ফেব্রুয়ারি মাসে প্রতিশ্রুত ৫০ লাখ ডোজের মধ্যে ২০ লাখ ডোজ চালান এসেছে বাংলাদেশ। ফেব্রুয়ারীর টিকা ৩০ লক্ষ কম হলেও এখনো দেওয়া হয়নি। মার্চ মাসের টিকা পাঠানোর ব্যাপারেও নেওয়া হয়নি এখনো কোন পদক্ষেপ।