নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আ্ক্রান্ত হয়েছে আরও ৩২৪০ জন এবং মৃত্যু বরণ করেছে আরও ৩৭ জন।
২০ জুন শনিবার দুপুর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
গত ২৪ ঘন্টায় দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩১ টি। এতে করোনা পজেটিভ পাওয়া গেছে ৩০২৪০ জনের। নতুন শনাক্ত ৩০৪০ জন সহ দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন ও নতুন মৃত্যু ৩৭ সহ মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪২৫ জন।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের সুস্থ ১ হাজার ৪৮ সহ মোট সুস্থ হয়েছে ন ৪৩ হাজার ৯৯৩ জন।
যেখানে কয়েক দিন আগে ১৭ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হতো তার হার হটাৎ কমছে গত কয়েক দিন ধরে। গত সপ্তাহের করোনা আক্রান্তের হার পর্যবেক্ষন করলে দেখা যায়, নমুনা পরীক্ষার বৃদ্ধির সাথে করোনা আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পায়। হটাৎ করে দেশে আবারো কেন নমুনা পরীক্ষা কমে গেলে তা স্পষ্ট করে বলা হচ্ছেনা স্বাস্থ্য অধিদপ্তর থেকে।