নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা ভাইরাসে সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ৫ মে বুধবার লাকডাউনের চুরন্তি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
তবে লকডাউন চলমান থাকলেও জেলা ভিত্তিক গনপরিবন চলাচলে নিষেদ্ধাজ্ঞা তুলে নেওয়া হয়ে। জেলা ভিত্তিক গনপরিহবন চলাচলে কঠোর ভাবে স্বাস্থবিধি মানার কথা হলো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আড়ও পড়ুনঃ-২০২১ সালের ফিতরা’র হার নির্ধরণ,জেনে নিন ফিতরার হার সমূহ
আড়ও পড়ুন-মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় দুই জনের ফাসিঁর আদেশ
জেল ভিত্তিক গতপরিবহন চলাচল করলেও চলমান লকডাউনে বন্ধ তাকবে দূরপাল্লার বাস এবং লঞ্চ-ট্রেন।