নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জন করোনায় আ্ক্রান্ত হয়েছে। এনিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬ জন ও মৃতের সংথ্যা ৬ জন। গত ২৪ ঘন্টায় নুমনা পরীক্ষা করা হয়েছে ১৪১ জনের।
মৃত এক জনের বয়ষ ৩০ বছরের মধ্যে ও আরেক জনেব বয়ষ ৭০ থেকে ৮০ বছরের ঘরে।
২রা এপ্রিল রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের মহাখালীর আইইডিসিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলদেন এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলদেন আরও বলা হয়, আপনারা অবশ্যই ঘরের ভিতরে থাকবেন ঘরের বাইরে যাবেন না,। আর ঘরের ভিতরে থেকে যে বিষয়গুলো আমরা নিয়মিত বলে থাকি সেগুলো অবশ্যই মেনে চলতে হবে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে যারা আক্রান্ত তাদের সংষ্পর্স তেকে দুরে থাকবেন,কাশি শিষ্টাচার মেনে চলবেন, ভাল করে দুই হাত ধুবেন।