নারায়ণগঞ্জ বিএনপি

ধানের ন্যায্য মূল্য প্রদানে জেলা প্রশাসকের নিকট না.জেলা বিএনপির স্মারনলিপি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মধ্যস্থতাকারী সুবিধাভোগীদের কাছ থেকে ধান ক্রয় না করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করে ধানের ন্যায্য মূল্য প্রদান ও আন্দোলনরত পাটকল শ্রমিকদের যৌক্তিক দাবী মেনে নেওয়ার আহবান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

২১ মে মঙ্গলবার দুপুর পৌনে ১২ টায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে জেলা বিএনপির প্রতিনিধি দল এবং দুপুর পৌনে ১ টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এ্যাড. আবুল কালামের নেতৃত্বে মহানগর বিএনপির প্রতিনিধি দল জেলা প্রশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়ার অনুপুস্থিতিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাসুস বিল্লাহ স্মারকলিপি গ্রহন করেন।

স্মারকলিপিতে উল্লেথ করা হয়. কৃষকরা ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে কৃষকরা তাদের ধান ক্ষেতে আগুন লাগিয়ে পুরিয়ে ফেল্ াসহ বিভিন্ন ভাবে প্রতিবাদ করছে। কিন্তু সরকার কোন পদক্ষেপ গ্রহন করছে না।

পাশাপাশি অন্দোলনরত পাটকল শ্রমিকদের ৯ দফা দাবীগুলোর মধ্যে যৌক্তিক দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভপতির নেতৃত্বে অরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ. সাংগঠনিক সম্পাদক এড, আবুল কালাম আজাদ বিশ^াস সহ আরো অনেকে।
মহানগর বিএনপির সভাপতির নেতৃত্বে উপস্থিত ছিলেন এড জাকির হোসেন, এড. আবু আল ইউসুফ খান টিপু, এড আবুল কালাম আজাদ সহ অনেকে।

সেলিম ওসমান, অয়ন ওসমান,  press narayanganj , pressnarayanganj, newsnarayanganj, livenarayanganj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্রেফতার

রুপগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

নারায়গঞ্জ বাণী২৪.কমঃ রুপগঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসয়িকে  গ্রেফতার করেছে পলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ির নাম মামুন। সে  মাদক কারবারি মামুন উপজেলার