ঘূর্ণিঝড় 'কালমেগি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কালমেগি-রুপ নিয়েছে টাইফুনে

নারায়ণগঞ্জ  বণী২৪.কমঃ চার দিন ধরে প্রশান্ত মহাসাগরের বুকে তাণ্ডব চালানোর ঘূর্ণিঝড় ‘কালমেগি “ রুপ নিয়েছে টাইফুনে। ফিলিপাইনের ইতিহাসে সবচেয়ে বড় ঝর কালমেগি ধেয়ে আসছে তার তান্ডব দেখাতে। যতই এগিয়ে আসছে ততই শক্তিশালী হয়ে উঠছে ঘূর্ণিঝড় ‘কালমেগি , কালমেগি ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় কমপক্ষে ১৫০ কিলোমিটার।

ইতিমধ্যে কালমেগির ভয়ঙ্কর থাবা থেকে লোকজনকে বাঁচাতে, সমুদ্র উপকূল থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে প্রশাসন। ফিলিপাইন উপকূলে তাণ্ডব চালানোর পর দূর্বল হয়ে ঝড়টি চলে যাবে দক্ষিণ-পশ্চিমে সরে যাবে । তবে উপকুলে পেরুতে কালমেগি সময় নিবে ১২ ঘন্টা।

ফিলিপাইন ধারনা করছে ঘূর্ণিঝড় কালমেগি”র তান্ডবে তাদের ইতিহাসের সবচেয়ে বেসি ক্ষয়-ক্ষতির হবে।

live narayangan, newsnarayanganj24, jugerchinta24. livenarayanganj, How, what, is what is, how can

সূত্র-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্রেফতার

রুপগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

নারায়গঞ্জ বাণী২৪.কমঃ রুপগঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসয়িকে  গ্রেফতার করেছে পলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ির নাম মামুন। সে  মাদক কারবারি মামুন উপজেলার