নারায়ণগঞ্জের শীতলক্ষায় অতিরিক্ত যাত্রী বোজাই ট্রলারকে জাহাজের ধাক্বা-নিখোজ-১

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের সেন্ট্রাল ফেরীঘাটে যাত্রীবাহী ট্রলারকে ধাক্কাদেয় বড় একটি জাহাজ। তবে তেমন কোন বড় দুর্ঘটনা ঘটেনি। ৩১ আগষ্ট রাত ৮ টার দিকে নারায়ণগঞ্জ সেন্ট্রাল ফেরীঘাটে এ ঘটনা ঘটে।

যাত্রীবাহী ট্রলারের সাথে জাহাজের সম্মুখ ভাগে আঘাত লাগার কারনে ট্রলার ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। এ ঘটনায়  কামাল নামের এক ব্যক্তি নিখোজ রয়েছে। নিখোজ কামাল হোসেন কাশিপুর এলাকার মৃত রহমান মিয়ার ছেলে।

ট্রলারের সাথে জাহাজের আঘাত লাগার সময় ভয়ে সুমন,কামল ও জামাল নামের ৩ জন নদীতে লাফ দেয়। পরে ট্রলারের যাত্রীরা সুমন ও জামাল নামের দুই যুবককে উদ্ধার করে । তবে কামাল নামের ব্যক্তিকে দেখানা যাওয়া উদ্ধার করেতে পারেনি। পরে ফায়ার  সার্ভিসকে খবর দিলে সার্ভিসের ২ টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। রাত ৮ টা ৩০ মিনিট থেকে উদ্ধার কাজ শুরু করে ১১ টা ৪৫ মিনিট পর্যন্ত উদ্ধার কাজ চালায় তারা। তবে নিখোজ কামাল হোসেনকে উদ্ধার করতে পারেনি তারা । ফায়ার সার্ভিস জানায় ১লা সেপ্টেম্বর সকাল ৮ টা থেকে আবারো উদ্ধার কাজ চালাবে তারা।

নিহত কামাল হোসেনের বড় ভাই নারায়ণগঞ্জ বাণী২৪.কম কে যানায়, জাহাজের সাথে ট্রলারের আঘাত লাগার সময় আমি ও আমার ছোট ভাই ও আমার এক বন্ধু আতঙ্কিত হয়ে  নদীতে ঝাপ দেই, পরে আমরা সাতরে ট্রলারে উঠতে পারলেও আমার ছোট ভাই কামল উঠতে পারেনি।

কমাল হোসেন সহ আরো যাত্রীরা জানায় অধীক যাত্রী নেওয়ার কারনে এ দূর্ঘটনা ঘটেছে। যাত্রীরা আরো বলেন,অধীক যাত্রী নিতে যাত্রীরা মানা করলেও ট্রলারের চালক ট্রলার বোঝাই করে যাত্রী তোলেএবং তারাহুরো করে বেপরোয়া ভাবে ট্রলার চালানোর সময় জাহাজের সাথে ধাক্কা লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*