নারায়ণগঞ্জে এইচএসসির ও সমমানের ২য় পরীক্ষায় অনুপস্থিত ১৭৩

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ কঠোর নিরাপত্তার কারনে প্রশ্নপত্র ফাঁস না হওয়ায়, শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা।গতকাল  মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত একটানা তিন ঘন্টাব্যাপী চলে পরীক্ষা। এদিন শুধুমাত্র অনুষ্ঠিত এইচএসসি’র বাংলা ২য় পত্র পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলায় কেউ বহিস্কৃত না হলেও অনুপস্থিত ছিলেন মোট ১৭৩ জন।পরীক্ষার্থী অনুপস্থিতির সত্যতা  নিশ্চিত করেছেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: রেজাউল বারী। এদিকে, পরীক্ষা চলাকালীন সময়ে প্রত্যেকটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণের নেতৃত্বে পরিচালিত হয় ভ্রাম্যমান আদালত। আর সন্তানের পরীক্ষা শেষ হওয়ার আগমুহুর্ত পর্যন্ত কেন্দ্রের বাইরে অপেক্ষা করে বেশীরভাগ নারী অভিভাবক। উল্লেখ্য, এবছর নারায়ণগঞ্জ জেলায় এইচএসসি, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ২৩ হাজার ২৯৯ জন পরীক্ষার্থী। মোট কেন্দ্র রয়েছে ২৩ টি। পরীক্ষা চলবে আগামী ১৩ মে পর্যন্ত। এইচএসসি পরীক্ষার্থী রয়েছে মোট ১৬ হাজার ৬৯৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ইনফিনিটি

নারায়ণগঞ্জ ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বাণী ২৪.কম: নারায়ণগঞ্জে ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ শনিবার নারায়ণগঞ্জ চাষাড়া