আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এবছর নারায়ণগঞ্জ জেলা এইচএসসি, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ২৩ হাজার ২৯৯ জন পরীক্ষার্থী। মোট কেন্দ্র রয়েছে ২৩ টি। আজ সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে বাংলা ১ম পত্র পরীক্ষা। যা চলবে আগামী ১৩ মে পর্যন্ত। তবে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবছর পরীক্ষা শুরুর আধাঘন্টা পূর্বে কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে বলে জানিয়েছে জেলা প্রশাসনের শিক্ষা শাখা। এবারই প্রথম প্রশ্নপত্র ফাঁস রোধে লটারীর মাধ্যমে প্রশ্নের সেট নির্ধারন করা হবে। আর কেন্দ্র ভিত্তিক মোবাইল কোর্ট পরিচালনায় দুই নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে জানান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আসাদুজ্জামান।