নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে করোনা আক্রান্তদের মধ্যে ১ দিনে সার্বোচ্চ মৃত্যু হয়েছে । গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ৭ জন এবং আক্রান্ত হয়েছে নতুন করে ১১৩ জন।
২১ জুব রবিবার নারায়ণগঞ্জে জেলা স্বাস্থ বিভাগ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
নতুন মৃত্যু ৭ জনের মধ্যে নারাণয়গঞ্জে রুপগঞ্জ উপজেলায় ৬ জন এবং নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১ জন। মৃত্যু হওয়া ৭ জনের মধ্যে ২ জন নারী ও ৫ জন পুরুষ। বয়স বিবেচনায়, ৪৫ বছরের নারী ১ জন, ২৬ বছর বয়সী নারী ১ জন, ৫ জন পরুষের বয়স যথাক্রমে ৩৫,৬৫,৮০,৫৭ এবং ৬০ বছর।
নারায়ণগঞ্জে নতুন করোনা রোগী ১১৩ জনের মধ্যে রুপগঞ্জ উপজেলায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ৬৬ জন। এছাড়া নারায়ণগঞ্জ সিটি এলাকায় ২২ জন, আড়াইহাজারে, ১২ জন, বন্দরে ৫ জন, সদড় উপজেলায় ১ জন এবং সোনারগাঁ উপজেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭ জন। নারায়ণগঞ্জে নতুন আক্রান্ত ১১৩ জন সহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ৪৬৪৩ জনে।
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যু ৭ জন সহ মোট মৃত্যুর সংখ্যা দাড়াল ১০৭ জনে। এর মধ্যে সদর উপজেলায় ২২ জন, সোনারগাঁ উপজেলায় ১৩ জন, রুপগঞ্জ উপজেলায় ৮ জন, সিটি এলাকায় ৫৮ জন, বন্দর উপজেলায় ৩ জন এবং আড়াইহাজার উপজেলায় মোট ৩ জন করোনায় মৃত্যু বরণ করেছে।
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮৫ টি। এর মধ্যে ১৩৪ টি নমুনা সংগ্রহ করা হয়েছে রুপগঞ্জ থেকে। বাকি সংগ্রীহিত নমুনার মধ্যে সিটি এলাকা থেকে ১৮ টি, বন্দর থেকে ২৫ টি, সদর উপজলা থেকে ৮৬ টি এবং সোনারগাঁ থেকে ২২ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন নমুনা ২৮৫ টি সহ নারায়ণগঞ্জে মোট নমুনা সংগ্রহের সংখ্যা ২১৮৯২ টি।
সুখবর হলো নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৯৪ জন।