নারায়ণগঞ্জে গত

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৪ জন।

৬ এপ্রিল সোমবার নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।
নিহতদের মধ্যে একজন হলেন, দেওভোগ আখড়া এলাকার চিতরঞ্জন ঘোষ (৫৮)। তিন ২৭ মার্চ থেকে জ্বও, ঠান্ডা ও কাশিতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তির চেষ্টা করে পরে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়ে ৪ এপ্রিল সকাল ১০ টায় সেখানে তিনি মারা যার।
আরেকজন হলেন , জামতলা হাজী ব্রাদার্স রোডের বাসিন্দা গিয়াসউদ্দিন (৬০)। তিনি ৪ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন এবং ৫ এপ্রিল রবিবার বিকেলে তিনি সেখানেই মারা যান।

পরে আইইডিসিআর তাদের নিকট হইতে সংগ্রহ করা নমুনা পরীক্ষা শেষে তারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নারায়ণগঞ্জ প্রশাসনকে নিশ্চিত করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মোঃ ইমতিয়াজ আহাম্মেদ জানান, নারায়ণগঞ্জে নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে । এ নিয়ে নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা ৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

করোনার সর্বশেষ আপডেট

বুধবার-খাঁনপুরে করোনায় মৃত্যু আরও ২ জনের-গত ২৪ ঘন্টার সর্বশেষ আপডেট

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ২। এর মধ্যে জেলার সোনারগাঁও উপজেলার ৪০ বছর বয়সী এক নারী ও বন্দর উপজেলার ৮০ বছরের এক পুরুষ ।