নারায়নগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে করোনা প্রতিরোধ ও মোকাবেলায় প্রতিটি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের নেতৃত্বে হবে কমিটি।
এই কমিটি জনগনের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, চিকিৎসা বিষয়ক পরামর্শ ও সহায়তা প্রদান, ভ্যাকসিন প্রদানে উদ্বুদ্ধ করণ ও সহায়তা প্রদানে কাজ করবে।
১০ জুলাই শনিবার তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় করোনা প্রতিরোধ ও মোকাবেলায় মাঠ পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জনপ্রতিনিধিদের নেতৃত্বে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রস্তাবিত কমিটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ,স্বাস্থ্য,যুব,কৃষি ও আনসার ভিডিপির মাঠ পর্যায়ের কর্মকর্তা, মসজিদের ইমাম, এনজিও প্রতিনিধি,হাট-বাজার সমিতির নেতৃবৃন্ধ সহ সংশ্লিষ্টরা অন্তর্ভুক্ত হবেন।
শনিবার স্বাস্থ্য মন্ত্রনালয়ে কোভিচ-১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধ মোকাবেলায় মাঠ পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির নিমিত্তে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন ও দিক নির্দেশনা প্রদান উপলক্ষে এক জুম সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সরকারি এ নির্দেশনায় নরায়ণগঞ্জেও প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের জনপ্রতিনিধিদের নেতৃত্বে এ কমিটি গঠিত হবে।