করোনা আক্রান্তের সংখ্যা

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত ৭৪ জন-১ জনের মুত্যু

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৭৪ জন। এ নিয়ে ১৬ মে শনিবার সকাল পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৬০৯ জন।

গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্য দাড়িয়েছে ৬১ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় আরও ৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

১৬ মে শনিবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা য্য়।

এর আগে গত ১৫ মে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৫৩৫ জন এবং মৃতের সংখ্যা ছিল ৬০ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় জেলায় কোন নমুনা সংগ্রহ করা হযনি । ফলে জেলায় নমুনা সংগ্রহের সংখ্যা পুর্বের মোট ৬ হাজার ৬৪ জনের। পুর্বের সংগ্রহ করা বকেয় নমুনা থেকে পাওয়া রিপোর্ট এর মধ্যে গত ২৪ ঘন্টায় কোভিট-১৯ পজেটিভ এসেছে মোট ৭৪ জনের।

জেলায় মোট করোনায় আক্রান্তদের মধ্যে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৭৮৬ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৫২৭ জন, আড়াইহাজার উপজেলায় ৫২ জন, বন্দর উপজেলায় (৫টি ইউনিযন) ৩৮ জন, রুপগঞ্জ উপজেলায় ১১৭ জন এবং সোনারগাঁ উপজেলায় আক্রান্ত হয়েছে মোট ৮৯ জন।

আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় মুত্যু বরণ করেছে ৪৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫৩ জন।

নারায়ণগঞ্জ সদর উপজেলায় মৃত্যু বরণ করেছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ জন।

আড়াইহাজার উপজেলায় কারো মৃত্যু হয়নি এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

বন্দর উপজেলায় (৫টি ইউনিযন) মৃত্যু হয়েছে ১ জনের এবং সুস্থ হয়েছেন ২৪ জন,।

রুপগঞ্জ উপজেলায় মৃত্যু বরণ করেছেন ১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।

সোনারগাঁ উপজেলায় মৃত্যু হয়েছে ২ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৬০৯ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ৬১ জন এবং সুুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৮৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার-২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ১১৪,রয়েছে মৃত্যুও

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে  ১১৪ জন এবং আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৭২ বছর বয়সী ১ নারীর।