নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৪১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্তদের কারো মৃত্যু হয়নি, সুস্থ হওয়ার ও খবর পাওয়া যায়নি।
এ নিয়ে ২০ মে বুধবার সকাল পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৮২৪ জন। মৃতের সংখ্য অপরিবর্তিত ৬৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে পুর্বের ৪৯২ জন।
২০ মে বুধবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।
এর আগে গত ১৯ মে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৮৩ জন। মৃতের সংখ্যা ছিল ৬৪ জন সুস্থ হওয়ার সংখ্যা ছিল ৪৯২ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় জেলায় ৪৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে জেলায় নমুনা সংগ্রহের সংখ্যা মোট ৭ হাজার ৮০৪ জন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় কোভিট-১৯ পজেটিভ এসেছে মোট ৪১ জনের।
জেলায় মোট করোনায় আক্রান্তদের মধ্যে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় গত ২৪ ঘন্টায় ১৪ জন সহ ৮৬৭ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় গত ২৪ ঘন্টায় ২৫ জন সহ ৫৮৭ জন, আড়াইহাজার উপজেলায় গত ২৪ ঘন্টায় ০ জন সহ মোট ৫৬ জন, বন্দর উপজেলায় (৫টি ইউনিয়ন) গত ২৪ ঘন্টায় ১ জন সহ ৪৫ জন, রুপগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় ০ জন সহ ১৫২ জন এবং সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায ১ জন সহ মোট ১১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় মুত্যু বরণ করেছে ৪৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩২ জন,।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় মৃত্যু বরণ করেছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১২ জন, আড়াইহাজার উপজেলায় কারো মৃত্যু হয়নি এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
বন্দর উপজেলায় (৫টি ইউনিযন) মৃত্যু হয়েছে ১ জনের এবং সুস্থ হয়েছেন ৮ জন, রুপগঞ্জ উপজেলায় মৃত্যু বরণ করেছেন ১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।
সোনারগাঁ উপজেলায় মৃত্যু হয়েছে ৩ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৮২৪ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ৬৪ জন এবং সুুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪৯২ জন।