নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১০৪ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ৩০ জন।
এ নিয়ে ৩১ মে রবিবার সকাল পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে মোট ২ হাজার ৭৮৮ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে মোট ৮০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৭৬৬ জন।
৩১ মে রবিবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।
এর আগে জেলায় ৩০ মে পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৬৮৪ জন। মৃতের সংখ্যা ছিল ৭৭ জন এবং সুস্থ হওয়ার সংখ্যা ছিল ৭৩৬ জন।
জলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় নমুনা জেলার বিভিন্ন এলাকা থেকে ৯৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১২ হাজার ২৬৯ জনের নমুনা সংগহ করা হয়েছে। তাদের মধ্যে গত ২৪ ঘন্টায় জেলায় ১০৪ জনের কোভিট-১৯ পজেটিভ এসেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় গত ২৪ ঘন্টায় ৩৭ জন সহ ১ হাজার ১৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় ১ জন মৃত্যু বরণ করেছে এ পর্যন্ত ৫২ জন এবং সৃস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪৬২ জন। আড়াই হাজার উপজেলায় গত ২৪ ঘন্টায় ১০ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৫০ জন। আক্রান্তদের মধ্যে কারো মৃত্যু হয়নি। উপজেলায় এ পর্যন্ত সুন্থ্য হয়ে বাড়ি ফিরেছে মোট ৩০ জন।
বন্দর উপজেলায় ( ৫টি ইউনিয়ন) গত ২৪ ঘন্টায় ২ জন সহ ৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু বরণ করেছে মোট ২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ১৭ জন। রুপগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় ২২ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ৩২৯ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় ১জন সহ মৃত্যু হয়েছে ২জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৮ জন।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় গত ২৪ ঘন্টায় ৩২ জন সহ ৮৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় ১ জন সহ এ পর্যন্ত ১৮ জন মৃত্যু বরণ করেছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ২২৯ জন। সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় ১ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ২১৬ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি হয়েছে মোট ২০ জন।