নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে চালু হয়েছে সব ধরণের গন পরিবহন, সর্বশেষ আপডেট

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সারাদেশ সময়ের ভিন্নতা অনুযায়ি সিথিল করা হয়েছে কারফিউ। চলতে শুরু করেছে সরকারি, আধাসরকারি ও বেসরকারি অফিস সহ সল্প ভাবে শিল্প-প্রতিষ্ঠান।

নারায়ণয়গঞ্জে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কারফিউ সিথিল করা হয়েছে। নগরীর চাষাড়া থেকে চালু হয়েছে ডাকা সহ বিভিন্ন রুটে চলামা গনপরিবহন।

রাস্তায় দেখা যাচ্ছে ব্যাটারি চালিত অটো রিক্স সহ  লেগুনা, সিএনজি টালিত অটোরিক্সা ও ঢাকা গামী বাস। এছাড়াও দুরপাল্লার গনপরিবহন সল্প পরিসরে চলথে দেখা যাচ্ছে।



নগরীতে থাকা রেষ্টুরেন্ট সহ খুলতে শুরু করেছে বিভিন্ন শপিংমল। যদিও নিত্যপ্রয়োজনী পন্যসমগ্রীর দোকান-পাঠ। তবে সতর্ক অবস্থানে রয়েছে আইসৃঙ্খলা বাহীনির সদস্যারা। চাষাড়ায় অবস্থান করছে পুলিশ। টহল দিচ্ছে র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যারা।



সব মিলিয়ে থমথমে অবস্থা বিরাজ করলেও ধিরে ধিরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বাংলাদেশে

করোনায় আরও মৃত্যু ২৬ জনের-জেনে নিন সারাদেশের গত ২৪ ঘন্টার সর্বশেষ আপডেট

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সারাদেশে হটাৎ করে বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ,তবে সচেতনতা নেই জনমনে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছে ২৬ জন এবং নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ১৭১৯ জন। আরও পড়ুনঃ-মঙ্গলবার-জেনে নিন গত ২৪ ঘন্টার নারায়ণগঞ্জের করোনার সর্বশেষ খবর গণপরিবহন, পর্যটন কেন্দ্রে ও রেস্তোরাঁয় জনসমাগম কমানোর নির্দেশ ১৬ মার্চ গত ২৪ ঘন্টার করোনাভাইরাস পরিস্থিতির সর্বশেষ আপডেট সম্পর্কিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানে হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,গত ২৪ ঘন্টায় নতুন করে সারাদেশে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ২৬ জন ও নতুন করে আক্রান্ত হয়েছে ১  হাজার ৭১৯ জন । নতুন মৃত্যু সহ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ৮ হাজার ৫৯৭ জন এবং নতুন শনাক্ত সহ মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৬০ হাজার ৮৮৭ জন। আরও পড়ুনঃ-পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে গলাকেটে হত্যা