নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে আরও ১ জন।
এ নিয়ে ২৩ মে শনিবার পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে মোট ১ হাজর ৯৭১ জন এবং মৃত্যুবরণ করেছে মোট ৭০ জন।
২৩ মে শনিবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।
এর আগে গত ২২ মে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯১৭ জন। মৃতের সংখ্যা ছিল ৬৯ জন সুস্থ হওয়ার সংখ্যা ছিল ৬১৬ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় জেলায় ১৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে জেলায় নমুনা সংগ্রহের সংখ্যা মোট ৮ হাজার ৮০০ জন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় কোভিট-১৯ পজেটিভ এসেছে মোট ৫৪ জনের।
জেলায় মোট করোনায় আক্রান্তদের মধ্যে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় গত ২৪ ঘন্টায় ১৭ জন সহ ৯০৫ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় গত ২৪ ঘন্টায় ৩৩ জন সহ ৬৭১ জন, আড়াইহাজার উপজেলায় গত ২৪ ঘন্টায় ০ জন সহ মোট ৬৪ জন, বন্দর উপজেলায় (৫টি ইউনিযন) গত ২৪ ঘন্টায় ০ জন সহ ৪৬ জন, রুপগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় ৩ জন সহ ১৫৬ জন এবং সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায ১ জন সহ মোট ১২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় মুত্যু বরণ করেছে ৪৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০৫ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় মৃত্যু বরণ করেছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯০ জন, আড়াইহাজার উপজেলায় কারো মৃত্যু হয়নি এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন, বন্দর উপজেলায় (৫টি ইউনিযন) মৃত্যু হয়েছে ১ জনের এবং সুস্থ হয়েছেন ১২ জন, রুপগঞ্জ উপজেলায় মৃত্যু বরণ করেছেন ১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন, সোনারগাঁ উপজেলায় মৃত্যু হয়েছে ৫ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৯৭১ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ৭০ জন এবং সুুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৬৬৪ জন।