করোনা পরীক্ষার পিসিআর

নারায়ণগঞ্জে দেশের একমাত্র বেসরকারি করোনা পরীক্ষার পিসিআর ল্যাবের যাত্রা শুরু

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে রুপগঞ্জে দেশে একমাত্র বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত করোনা পরীক্ষার পিসিআর ল্যাব যাত্রা শূরু করেছে।নারায়ণগঞ্জের রুপগঞ্জে প্রতিষ্ঠিত দেশের প্রথম পিসিআর ল্যাব ২৯ এপ্রিল বুধবার দুপুর ১টায় উদ্বোধন করা হয়েছে।

২৯ এপ্রিল মঙ্গলবার দুপুর ১ টায় পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত পিসিআর ল্যাবটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ভোদন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাতিদ মালেক এবং তার সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন পাট ও বস্ত্রন্ত্রী গোলাম দস্তগীর গজী (এমপি)।

এর আগে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখন থেকে নারায়ণগঞ্জ থেকে সংগ্রহ করা নমুনা আর আইইডিসিআরে পাঠাতে হবে না। রুপগঞ্জেই পরীক্ষা হবে।

অন্যন্যদের মধ্যে স্বস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, পরিকল্পনা ও গবেষণা পরিচালক ইকবাল করিম, এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা যুক্ত ছিলেন।

 

আরও পড়ুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মেডিকেল কলেজ

নারায়ণগঞ্জে হচ্ছে মেডিকেল কলেজ ও হাসপাতাল-ভিস্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় কুমুদিনীর নিজস্ব জায়গায় স্থাপিত হচ্ছে  কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এন্ড ক্যান্সার হাসপাতাল।