নারায়ণগঞ্জ বণী নিউজঃ গার্মেন্টস কর্মী অপহরন ও ধর্ষন করে হত্যার দায়ে নারায়ণগঞ্জে ৩ জনের ফাসির আদেশ দিয়েছে নারায়ণগঞ্জ দায়রা জজ আদালত। অপর ৪ আসামিকে খালস প্রদান করা হয়। প্রায় ১০ বছর পর এ মামলার রায় ঘোষনা করা হল।
উল্লেখ যে,২০০৮ সালের ১২ মার্চ গার্মেন্টস কর্মী আসমা আক্তার বিউটি কাজ শেষে বাসায় ফেরার পথে বন্দরের কুশিয়ারা এলাকা থেকে অপহরন করে গন ধর্ষনের পর হত্যা করে মাটি চাপা দিয়ে দেয় ঘাতকরা। ঘটনার পর আসামি খোকন কে গ্রেফতার করলে ১১ জুন ২০০৮ সালে সিকারোক্তি ও অন্য আাসামিদের নাম প্রকাশ করে।
ফাসির সাজা প্রাপ্ত আসামিরা হল,নাসিন উদ্দিন বিটল (৪০),ছফুন(৩৪) এবং খোকন মিয়া।
রাষ্টপক্ষের পিপি রাকিব উদ্দিন আহম্মেদ জানায় আসামিদের সিকারোক্তি ও সাক্ষিদের অনেক জেরার পর আদালত এ রায় ঘোষনা করেন।