নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড় বাস ষ্ট্যান্ড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর সক্রিয় সদস্য শেখ দ্বীন ইসলাম (৪০) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এসময় বিপুল পরিমান উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। জঙ্গী
১লা সেপ্টেম্বর রবিবার বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র্যাব-১১’র সদর দপ্তর থেকে সিনিয়র সহকারী পরিচালক মশিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃত দ্বীন ইসলাম বি-বাড়িয়া জেলার সরাইল থানা এলাকার স্থায়ী বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত শনিবার (৩১ আগষ্ট) দিবাগত রাতে র্যাব-১১’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানায়, স্থানীয় একটি স্কুল থেকে ৭ম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করে দ্বীন ইসলাম।
২০১৮ সালে জঙ্গীবাদে উদ্বুদ্ধ হয়ে আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) যোগ দেয়। সে ওই সংগঠনটির দাওয়াতি ও সদস্য সংগ্রহের কাজ করত। সে মার্শাল আর্ট ও অস্ত্র চালনায় বিশেষ পারদর্শী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।