নারায়ণগঞ্জে মসজিদে বিষ্ফোরন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৩-তালিকা সহ

নারায়ণগঞ্জ বাী২৪.কমঃ নারায়ণগঞ্জের পশ্চিমতল্লায় মসজিদে এসি বিস্ফোরনের ঘটনায় আহতদের মধ্যে  মৃত্যু বেড়ে ২৩ জনে দাড়িঁয়েছে। গতকাল রাত পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ২০ জনে । রবিবার সকালে জুলহাস নামে আরও একজনের মৃত্যু হয়েছে।


গরুতরো অবস্থায় টিকিৎসাধীন রয়েছে আরও১৪ জন। এদের অবস্থাও আশঙ্কাজন রয়েছে বলে জানিয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে কর্তব্যরত চিকিৎসক।

মৃত্যদের মধ্যে ২০ জনের লাস পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাক ৩ জনের লাস হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

মৃতব্যাক্তিরা হলেন..

  • মোস্তফা কামাল (৩৪)
  • মো. রিফাত (১৮)
  • মো. রাসেদ (৩০)
  • হুমায়ুন কবির (৭০)
  • ইব্রাহীম বিশ্বাস (৪৩)
  • জুয়েল, সাব্বির (২১)
  • মসজিদের মুয়াজ্জিন মো. দেলোয়ার হোসেন (৪৮)
  • ও তার সন্তান জুনায়েদ (১৭)
  • মো. জামাল আবেদিন (৪০)
  • কুদ্দুস ব্যাপারী (৭২)
  • মাইনুদ্দিন (১২)
  • জয়নাল (৫০)
  • কাঞ্চন হাওলাদার নয়ন,
  • ৭ বছরের শিশু জুবায়ের
  • রাসেল (৩৪)
  •  মো. বাহাউদ্দিন (৫৫)
  • মো. মিজান (৪০)
  • মসজিদের ইমাম আবদুল মালেক নেসারি (৫৫)
  • ফটো সাংবাদিক নাদিম হোসেন (৪৫)
  • মো. শামীম
  • মো. জুলহাস



 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

যে কারনে স্থগিত হতে পারে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ দেশে বাড়ছে করোনার  সংক্রমণ। প্রতিদিনি পাওয়া যাচ্ছে করোনার ভয়াবহ নতুন ভ্যারিয়েন্ট’ওমিক্রন”। করোনার সংক্রমণ রোধে আগামী ১৩ জানুয়ারি থেকে দেশে দেওয়া হয়েছে বিধি-নিষেধ।