নারায়ণগঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযূদ্ধে মাদক ব্যবসায়ী নিহত, মাদক,অস্ত্র,গুলি উদ্ধার।

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যবের সাথে বন্দুক যূদ্ধে মোঃ রাজমহল রিকন নামের এক মাদক ব্যাবসায়ী নিহত হয়েছে। ১৫মে মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাইনাদি ধনুহাজি রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে র‌্যাব গুলি সহ একটি বিদেশী পিস্তল, ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ২ লক্ষাধিক টাকা উদ্ধার করেছে। এ সময় র‌্যাব-১১ এর ডিএডি রবিউল, ডিএডি আজিজ এবং এসআই নির্মল আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত মোঃ রাজ মহল রিকন মেহেরপুর জেলা সদরের কাঁসারী পাড়া এলাকার নিহাজউদ্দিন তুফানের ছেলে।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক মোঃ আলেপ উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে একটি ট্রাকে করে ইয়াবার চালান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাইনাদি এলাকায় চেক পোস্টের কাছাকাছি অবস্থান নেয়। এসময় একটি ট্রাক চেকপোস্ট পার হয়ে ঢাকার দিকে যাওয়ার সময় র‌্যাব গতিরোধ করলে ট্রাকের ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু হয়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে রাজ মহল রিকন গুলিবিদ্ধ হয় এবং তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। পরে র‌্যাব ট্রাকটিকে আটক করে ভেতরে তল্লাশি চালিয়ে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট এবং নগদ দুই লক্ষাধিক টাকা উদ্ধার করে। পরে গুলিবিদ্ধ রিকনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্রেফতার

নারায়ণগঞ্জে নাশকতায় জড়িত আরও ২৫ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলা থেকে আরও ২৫ জন কে  গ্রেফতার করা হয়েছে।