নারায়ণগঞ্জ বাণী নিউজঃ নারায়ণগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষনের পর হত্যা করার অপরাধে চার আসামীর বিরুদ্ধে ফাসীঁর আদেশ দিয়েছে আদালত । ১১জুন সোমবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালের বিচারক জুয়েল রানা এ আদেশ দেন। শুরু থেকেই আসামীরা পলাতক থাকায় তাহাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা কারে আদালত।
নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালের পিপি রকিব উদ্দিন আহাম্মেদ জানান , ২০০৩ সালের ১৩ই জুন সন্ধায় নারায়ণগঞ্জ সদর থানার আলীরটেক এলাকার আলী আকবরের ১০ বছরের শিশু কণ্যা খোদেজা আক্তার নিখোঁজ হয়। পরের দিন তাহাদের বাড়ির পাশের সরিষা ক্ষেতে তার লাশ পাওয়া যায়। পরে খোদেজার ভাই আনছর আলী বাদী হয়ে সুমন , আল আমিন ,কালাম ও শাহাদাত নামের ৪ জনকে কে আসামী করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে। রাষ্ট্র পক্ষ মামলার ১৭ জন স্বাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্য উপস্থাপন করে। শুরু থেকেই মামলার কোন আসামী গ্রেফতার হযনি বিধায় তাহদের অনুপস্থিতিতে আদালত চার অসামীর বিরুদ্ধে ফাসীঁর আদেশ দেন।