নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ স্ত্রীকে গলাটিপে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছে নারায়ণগঞ্জ জেলার একটি আদালত।
২৪ জানুয়ারি দুপুর ১২ টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রাশিদা সুলতানা এ রায় প্রদান করেন।
এর আগে ২০০৭ সালের ১৯ নভেম্বর রাতে পারিবারিক কোলাহলের জেরে খালেদা আক্তার শান্তনা ওরফে এ্যানি নামের এক গৃহবধুকে গলাটিপে হত্যা করে তার স্বামী।
পরে বন্দর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থালে পৌছে লাস উদ্ধার করে এবং এ্যনির বাবা শহিদুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করে।
২০০৩ সালে প্রেমের সর্ম্পরে বিয়ে হয় তাদের। বিয়ের পর বন্দর উপজেলার কদম রসুল এলাকায় ফরিদ আহমেদ মজুমদারের বাড়িতে ভাড়া থাকতো।