নারায়ণগঞ্জ বাণী২৪ঃ করোনা পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জে সরাকরি-বেসরকারি বিভন্ন সংস্থা যখন অসহায়দের মাঝে বিভিন্ন ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে তখন রাজনৈতিক নেতাদের কাঝ থেকে প্রত্যাশা প্রাপ্তি নিয়ে প্রশ্ন তুলেছে নারায়ণগঞ্জের মানুষ। প্রভাবশালী রাজনৈতিক নেতারা আর কবে মাঠে নামবেন অসহায় মানুয়ের পাশে দাড়াতে।
সকল আলোচনা সমালোনা পেরিয়ে ২ এপ্রিল মাঠে দেখা গেল নারায়ণগঞ্জে দুই মেরুর দুই নেতাকে । তাদের মধ্যে একজন হলেন নারায়লণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান আরেকজন হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
হঠাৎ ২ এপ্রিল দুপুরে জেলা প্রশাসাকর কার্যালয়ে যান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী । সেখানে গিয়ে সরাসরি জেলা প্রশাসকের কক্ষে যান আইভী। সেখানে অবস্থান করেন প্রায় এক ঘন্টার ও বেশি সময়। কি কারনে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যান তা সঠিক জানা যায়নি। তবে করোনা ইসু নিয়ে জেলা প্রশাসকের সাথে অলোচনা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এদিকে একই দিনে ২রা এপ্রিল বৃহষ্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।আইভী-শামীম ওসমান, আইভী-শামীম ওসমান
সংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োাপযোগী পদক্ষেপ গ্রহন করায় আমাদের দেশে এখনও এটা মহামারি আকার ধারন করতে পারেনি বলে জানান।
করোনা পরিস্থতি মোকাবেলায় সবাইকে ঘরে থাকার অহবান জানিয়ে শামীম ওসমান তার নির্ববচনী এলাকায় অসহায়দের মাঝে বিতনের জন্য ৯৯ লাক্ষ ৯৯ হাজার টাকার অনুদান ঘোষণা করেন।
সাংসদ শামীম ওসমানের অনুদান ঘোষণা করা হলেও নাসিক মেয়র আইভীর দিকে তাকিয়ে অপেক্ষায় প্রহর গুনবেন অসহায় মানুষগুলো। তবুও তাদের তৎপরতা আশার আলো জালিয়েছে নারায়ণগঞ্জের মানুষের মনে।