নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে হঠাৎ করেই বাড়ছে ঠান্ডা জ্বর কাশিতে মৃতের সংখ্যা। নারায়ণগঞ্জে বন্দরের রসুলবাগ এলাকার এক বয়স্ক নারী গত ৩০ মার্চ রাজধানীর কুর্মিটোলা
হাসপাতালে মৃত্যু হলে তাকে তার নিজ এলাকায় বন্দরের রসুলবাগে এনে স্বাভাবিক নিয়মে দাফন করা হয়। পরে ২ এপ্রিল সন্ধায় নারায়ণগঞ্জে খবর আসে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল এই বয়স্ক নারী।
পরে অবশ্য প্রশাসনের কর্মকর্তারা এসে তাকে দাফন কাজে নিয়োজিত সহ আশেপাশের ১০০ বাড়ি লকডাউন করে দেয়। এমনকি তার নিকটাত্মীয় নারায়ণগঞ্জের
পাইকপাড়ায় ৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয় প্রশাসন।
৩ এপ্রিল একই এলাকার পাশর্^বতী কদমরসুল পূর্বপাড়া এলাকায় জ্বর-সর্দিতে ভুগে আরো এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জ¦র-সর্দিকে বৃদ্ধের মৃত্যুতে করোনা ভাইরাস
আতঙ্কে জনশূণ্য হয়ে পরেছে পুরো এলাকা।
নিহত বৃদ্ধ মাইনুদ্দিনের ছেলে মমিন জানান, ডায়বেটিকস রোগে আগে থেকেই ৫/৬দিন যাবত জ¦র-সর্দিতে ভুগছিলেন তার পিতা।
শুক্রবার সকালে অবস্থা বেগতিক দেখে হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছিলো। বেলা ১১ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন ।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুল্কা সরকার এর অনুমতি নিয়ে লোক সমাগম না ঘটিয়ে ৭-৮ জনের উপস্থিতিতে ধর্মীয় নিয়ম অনুযায়ী লাশ দাফন করা হয়।
এদিকে একই দিনে ৩ এপ্রিল শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার বাবুরাইল এলাকায় ঠান্ডা, জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে ফয়সাল সুজন নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের ৮ সদস্য সহ ১৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের চিকিৎসাধীন অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে মৃত্যু হলে ২ এপ্রিল খবর আসে নিহত নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েিিছল।
তার ঠিক একদিন পর একই দিনে আবারো ঠান্ডা, জ্বর ও কাশিতে দুই জনের মৃত্যু ভাবিয়ে তুলেছে নারায়ণগঞ্জ বাসীকে।
‘and’, ‘but’, ‘so’ and ‘because, ,thay, ahen, wher, why, love, bd prtidtn, ‘and’, ‘‘and’, ‘but’,
‘so’ and ‘because, ,thay, ahen, wher, why, love, bd prtidtnbut’,
‘so’ and ‘because, ,thay, ahen, wher, why, love, bd prtidtn, ‘and’, ‘but’, ‘
so’ and ‘because, ,thay, ahen, wher, why, love, bd prtidtn