নারায়ণগগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে নমুনা সংগ্রহের হার বাড়ার সাথে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে।
২রা মে শনিবার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জে করোনায় আক্রন্তের সংখ্যা মোট ১০০১ জন।
মৃতের সংখ্যা চার দিন আগে ছিল ৪২ জন। শুক্রবার পর্যন্ত গত ৪ দিনে বাড়েনি মৃতের সংখ্যা। তবে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছে আরও ৫ জন।
এ নিয়ে নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মৃমের সংখ্যা দাড়িয়েছে ৪৬ জন।২রা মে শনিবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।
জেলা স্ব্াস্থ্য বিভাগ থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে নমুনা সংগহ করা হয়েছে ৮৮ জনের। এ পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১৬৮ জনের। তাদের মধ্যে এ পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী করোনা সনাক্ত হয়েছে ১০০১ জনের।
তাদের মধ্যে ৪৬ জন মৃত্যু বরন করেছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন। বাকিরা বিভিন্ন ভাবে চিকিৎসাধীন আছেন।
করোনায় আক্রান্তের সংখ্যা