নারায়ণগঞ্জে ১৪ এপ্রিল মঙ্গলবার থেকে নমুনা সংগ্রহ শুরু করবে জেকেজি হেলথ কেয়ার

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে কালির বাজার এলাকার নারায়ণগঞ্জ হাইস্কুল ও সিদ্ধিরগঞ্জের এমডব্লিউ স্কুল এন্ড কলেজে সোমবার থেকে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু করার কথা থাকলেও তা শুরু হবে ১৪ এপ্রিল মঙ্গলবার থেকে । এরই মধ্যে দুইটি স্থানেই নমুনা সংগ্রহের প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছেনমুনা সংগ্রহকারী প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ার।

১৪ এপ্রিল সংশ্লিষ্ট সুত্র এ তথ্য জানায়। ১৩ এপ্রিল সোমবার থেকে এর কার্যক্রম শুরু হওয়ার কথা থালেও তা শুরু করতে না পারার কারন হিসেবে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের এক উচ্চপদস্ত কর্মকর্তা জানান সম্ভবত তাদের কিট সংগ্রহে বিলম্ব হওয়ার কারনে সোমবার থেকে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।

এর আগে ১১ এপ্রিল নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এক ভিডিও বার্তার মাধ্যমে নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের জন্য সরকার ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের কাছে দাবী জানান।

১২ এপ্রিল রবিবার তিনি আরেকটি ভিডিও বার্তার মাধ্যমে জানান, ১৩ এপ্রিল সোমবার থেকে দেশের একটি সুপরিচিত কোম্পানী জেকেজি হেলথ কেয়ার নারায়ণগঞ্জ হাই স্কুল এবং সিদ্ধিরগঞ্জের এমডব্লিউ স্বুল থেকে নমুনা সংগ্রহ শুরু করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুলিশ

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকুরি হারাবে-দেখানো হবে পলাতক

নারাায়ণগঞ্জ বাণী২৪.কম’নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যারা, সেই সাথে তাদের পলাতক দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন