নারায়ণগঞ্জ জেলা কারাগার

নারায়ণগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালন করা অবস্থায় এক কারা রক্ষির মৃত্যু

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ জেলা কারাগারে কারা ফটকে দায়িত্ব পালন করা অবস্থায় মোঃ খসরু মিয়া (৩৩) নামের এক কারারক্ষি নিহত হয়েছেন। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছে কারা কতৃপক্ষ।

গত ২৭ জুন তার করোনা নেগেটিভ এসেছিল বলে জানা গেছে।

২২ জুন সোমবার ভোরে কারারক্ষি হিসেবে সেন্ট্রি পোস্টে দায়িত্ব পালন করা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।


নিহত কারারক্ষি মোঃ খসরু মিয়া কিশোরগঞ্জ জেলার মোঃ লুৎফর মিয়ার পুত্র। তিনি ২১/০২/১৮ ইং তারিখে বাংলাদেশ কারা পুলিশে যোগ দেন।

নারায়ণগঞ্জ জেলা কারাগার কতৃপক্ষ কতৃক ধর্মীয় বিধি মোতাবেক জানাযা কার্যক্রম শেষ করে তার মরদেহে ফুলের শুভেচ্ছা জানিয়ে চির বিদায় দেওয়া হয়। মৃতৃকালে তিনি ৫ মাসেস গর্ভবতী স্ত্রী রেখে যান।

 

নারায়ণগঞ্জ জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, খসরু মিয়া রাত ১ টা থেকে ৩ টা পর্যন্ত দায়িত্ব পালন শেষে চেয়ারে বসে ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চিকিৎসকের ধারনা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। গত ২৭ তারিখের করোনা পরীক্ষায় তার নেগেটিভ এসেছিল।

আজকের আরও খবর পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*