নারায়ণঞ্জ বাণী২৪ঃ মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা আইনশৃংখলা বাহীনির কঠোর অবস্থানের মধ্যেও বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক ব্যাবসা পরিচালনা করছে মাদক ব্যবসায়ীরা। মাদকের গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে থেকে বিভিন্ন লোকের মাধ্যমে পরিচালনা করছে মাদক ব্যবসা। এমন তথ্যের ভিত্তিতে পুলিশও মাদকের বিরুদ্ধে অভিযানে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে পরিচালনা করছে ।
এমনই একটি ভিন্ন কৌশলী অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এ অভিযানে নিজেরা ক্রেতা সেজে ধরা ছোঁয়ার বাইরে থাকা জাহিদুল ইসলাম রকি (২৫) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সাথে তার সহযোগী সোহেল মিয়াকে কে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের দখল হইতে ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
৮ জুলাই বুধবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পুল এলাকার এম এস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।৯ জুলাই বৃহষ্পতিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় সুত্রে এ তথ্য জানা যায়।
গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম রকি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জগমহনপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সুপার কার্যালয় সুত্র জানায়,জাহিদুল ইসলাম রকি ভারত থেকে ফেনসিডিল এনে দেশে বিভিন্ন এলাকায় পাইকারি সরবরাহ করে। নারায়লগঞ্জ এলাকায় বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের নিকট ফেনসিডিল সরবরাহ করে থাকে। তবে সে অধরা থেকে মোবাইল ফোনে অর্ডার নিয়ে ফেনসিডিল পৌঁছে দিয়ে পরে টাকা নেয়। এতে করে নারায়ণগঞ্জের খুচরা ব্যাবসায়ীদের নিকট সহজেই বিশ্বস্থতা অর্জন করতে পেরেছে।
নারায়নগঞ্জ জেলা গোয়ান্দা সংস্থা (ডিবি) পুলিশ এমন তথ্যের ভিত্তিতে নিজেরা ফেনসিডিল ব্যাবসায়ী পরিচয়ে রকির নিকট প্রতি বোতল ১২০০ টাকা দাম ঠিক করে ৫ হাজার বোতল ফেনসিডিলের অর্ডার দেয়। ৮ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এস এম টাওয়ারের সামনে ১৭৫ বোতল ফেনসিডিল নিয়ে হাজির হলে সে ৫ হাজার বোতল ফেনসিডিল আনতে না পেরে সরি বলে ১৭৫ বোতল ফেসিডিল বুঝিয়ে দিয়ে টাকা সংগ্রহ করে।
অপরদিকে পুর্ব থেকে প্রস্তুত থাকা ডিবি পুলিশের আরেকটি টিম জাহিদুল ইসলাম রকি ও সোহেল মিয়াকে গ্রেফতার করে এবং জনগনের উপস্থিতিতে ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং ফেনসিডিল বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করে। পরে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।