নারায়ণগঞ্জ পুলিশ

নারায়ণগঞ্জ পুলিশ বাহিনীর অবিরাম ছুটে চলা-করোনা প্রতিরোধে প্রশংসনীয় ভুমিকা

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে রয়েছে সেনা বাহিনী , র‌্যাব-১১ ও পুলিশ বাহিনী।নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সেনাবাহিনী জেলা মেজিষ্ট্রেটের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে। বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রাখা, অসহায়দের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরন সহ করোনা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ ভুমিকা পালন করছে র‌্যাব-১১।

আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর মধ্যে জেলায় সবচেয়ে গুরুত্বপুর্ণ ভমিকা পালন করছে পুলিশ বাহিনী। প্রতিটি থানা এলাকায় আইনশৃংখলা রক্ষায় রুটিন মাফিক নিয়মিত দায়িত্ব পালন করার পরও করোনা মোকাবেলায় বিশেষ দাযিত্ব পালন করছে জেলার পুলিশ সদস্যরা।

দেশের প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে নারায়ণগঞ্জে। তখন থেকেই আক্রান্তের বাড়িঘর লকডাউন করা, জেলা লকডাউন প্রক্রিয়া নিশ্চিত রাখা সহ বিভিন্ন ভাবে কার জরে যাচ্ছে পুলিশ ।

করোনা মোকাবেলায় বিশেষ কোন দায়িত্ব নিয়ে সীমাবদ্ধ নয় নারায়ণগঞ্জ পুলিশ। করোনা মোকাবেলায় প্রশাসনের সর্বস্তরের শাখাকে সহযোগীতা করা সহ নিজেদেরকেও ব্যাপক দায়িত্ব পালন করতে হচ্ছে। সরকারি নির্দেশনায় লকডাউন নিশ্চিত করতে রাস্তায় নেমেছে পুলিশ। কখেেনা নিজেদের উদ্যোগে রাতের আধাঁরে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করছে পুলিশ।

কখনো ত্রাণ সামগ্রী বিতরনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে সহযোগীতা করছে পুলিশ। করোনায় আক্রান্ত কোন রোগী যখন নিজেদের পরিবার ও সমাজের মানুষের কাছে অবহেলিত তখন পুলিশই তাদের জীবন বাজি রেখে আক্রান্তদেরকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।

এমনকি করোনা আক্রান্ত কোন রোগী মারা গেলে পুলিশকেই তার জানাজার ব্যাবস্থা করা এমনকি দাফনের ব্যবস্থাও করছে নারায়ণগঞ্জ পুলিশ বাহিনীর সদস্যরা।

এ পর্যন্ত করোনা যুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ৮৭ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। কেউ চিকিৎসা নিয়ে সেরে উঠছে, কেউ কেউ এখনো চিকিৎসাধীন আছেন। তবুও ভীত নয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
এদিকে সামনে পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে পুলিশকে অইনশৃংখলা রক্ষার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পুলিশের দৃঢ় মনোবল আরও মজবুত করতে এরই মধ্যে বিভিন্ন থানা এলাকায় গিয়ে থানা পুলিশের সদস্যদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করছেন। তাদের সুবিধা-অসুবিধা বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং যেকোন পরিস্থিতি সাহসের সহিত মোকাবেলার নির্দেশনা দিচ্ছেন।
নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি যত খারাপের দিকে যাচ্ছে নারায়ণগঞ্জে পুলিশের দায়িত্ব যেন ততই বাড়ছে।

তবুও তারা শঙ্কিত নয়, ভীত নয়। এগিয়ে যাচ্ছে বীরদর্পে। করোনা নামক এই মহামারিতে নারায়ণগঞ্জে পুলিশের ভুমিকা, এ বীরত্ব আজ পুরো জেলায় প্রসংশিত। তাদের অবদান ভুলবেনা নারায়ণগঞ্জবাসী।

আরও পড়ুন নিচের লিংকে ক্লিক করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

শপিংমল

যে কারনে রাত ৮ টার পর সারাদেশে মার্কেট-দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হলো

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ রাত ৮ টার পর সারাদেশে মার্কেট-দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। আওয়াতায় থাকছে  বিপণি বিতান, কাঁচা বাজার সহ অন্য সকল দোকান পাঠও।