নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ এসপি হারুন ঘোষনা দিয়েছেন যে, চাষাড়া নগরী থাকবে হকার মুক্ত। জনগনের অবাধে রাস্তায় চলাচলের জন্য নগরীর ফুটপাত হকার মুক্ত করার ঘোষন দেন তিনি।
১০ জাুনয়ারি চাষাড়া শহীদ মিনারে এক প্রেস ব্রিফিংয়ে সংবাদিকদের তিনি এসক কথা বলেন।
তিনি বলেন, নাগরিক সুবিধার জন্য আমরা সারমাস ঝুরে রাস্তায় পার্কিং ও ফুতপাত দখল মুক্ত করার জন্য কাজ করব। ফুটপাত জনগনের চলাফেরা জন্য, হকারদের জন্য নয় ।
ফুটপাত দখল করে দোকাল টাড বসানো ও রাস্তায় সিএজি রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সকল স্টেন্ডকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। নারায়ণগঞ্জে অনেক ভূমিদস্যূ রয়েছে, মাদক ব্যবসায়ি রয়েছে. তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা গ্রহন করবো আমারা। মাদক ব্যাবসার সাথে পুলিশ সদস্য জরিত থাকতে তার বিরুদ্ধেও কঠিন ব্যাবস্থা নেওয়া হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন,অরিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) এবংং নারায়ণগঞ্জ মডেল থানা ও ফতুল্ল মডেল থানার ওসি সগ পুলিশের আরো সদস্যরা।
এসপি হারুন