মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা লকডাউন করুন-মেয়র আইভী

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পুরো এলাকা লকডাউন করার অনুরোধ জানিয়েছেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নিকট একটি লিখিত পত্র পাঠিয়েছেন মেয়র আইভী।

৫ এপ্রিল রবিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আবুল আমিন স্বক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বলিজ্যিক নগরী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে কয়েকজন মৃত্যু বরন করেছে। কযেকটি এলাকা প্রশাসনের সহযোগিতায় লকডাউন করা হয়েছে।

মানুষের জীবন রক্ষার্থে সার্বিক বিবেচনায় মেয়ল আইভী প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য যে,ইতিমধ্যে নারায়ণগঞ্জে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১১ হন। তাদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে বড়ি ফিরেছেন, ২ জন মারা গেছেন এবং বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এবং ঢাকার বাইরে দেশের সকল জেলার মধ্যে করোনা সক্রামনে নারায়ণগঞ্জকে সবজেয়ে ঝুকিপুর্ণ হিসেবে ঘোষণা করা করা হয়েছে  আইইডিসিআর এর পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার-গত ২৪ ঘন্টায় জেলায় নেই করোনায় মৃত্যু-জেনে নিন করোনার সর্বশেষ

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ জেলায় কমতে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত কয়েক দিন ধরে করোনায় আক্রান্তে সংখ্যা  ২শত এর নিচে। আজ  তা নেমে এসেছে ১শত এর নিচে। করোনার সংক্রমণ কমতে শুরু করায় জনমনে প্রশান্তির সৃষ্টি হয়েছে।