নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জ মহানগর এলাকায় ওএমএস এর আওতায় ১০ টাাকা কেজি দরে চাল বিতরন কর্মসুচি শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
২৯ এপ্রিল বুধবার নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নগর ভবনে থেকে এ কর্মসুচির সুচনা করেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ১৫ হজার ৬০০ টি বিশেষ ওএমএস কার্ড প্রদান করা হবে। ইতিমধ্যে ১ হাজার ৩৯ টি ওএমএস কার্ড হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি আরও ওএমএস কার্ড প্রদান করা হবে।
এ সব বিশেষ ওএমএস কার্ড নি¤œ আয়ের অসহায় মানুষের মাঝে বিতরন করা হবে। যারা প্রতিটি কার্ডের বিপরীতে প্রতি মাসে ১০ টাকা কেজি দরে ২০ কেজি করে চাল উত্তোলন করতে পারবেন।
বুধবার নগর ভবনে নাসিকের এই ওএমএস কার্যক্রমের সুচনা অনুষ্ঠানে মেয়র আইভীর সাথে উপস্থিত ছিলেন, নাসিক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, প্রধান নির্বাহী আবুল আমিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাইন উদ্দিন।