নারায়ণগঞ্জ সিভিল সার্জন

নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের কর্মকর্তার পরিবারের ১৮ সদস্য করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের এক নারী কর্মকর্তার পিতৃ পরিবারের ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
২৮ এপ্রিল মঙ্গলবার নারায়ণঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগসুত্রে এ তথ্য জানা যায়।

তবে সিভিল সাজর্ন অফিসে কর্মরত ঐ নারী কর্মকর্তার করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে।

জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, সিভিল সার্জন অফিসে কর্মরত নারী কর্মকর্তা শিল্পী আক্তার নমুনা সংগহের কাজ করছেন। তার পিত্রালয় ফতুল্লা থানার দেলপারা এলাকায়।

তার যৌথ পরিবারের ছোট ভাই প্রতিদিন তার জন্য অফিসে খাবার নিয়ে আসত। হঠাৎ তার ছোট ভাই অসুস্থ হয়ে পড়লে তার করোনা পরীক্ষা করা হয় এবং ২১ এপ্রিল তার করোনা পজেটিভ আসে।

পরিবারের অন্য সদস্যদের মধ্যে কোন উপসর্গ না থাকলেও সন্ধেহবশত ২৩ এপ্রিল পরিবারের বাকি ১৮ জন সবাইকে করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১ জন ছাড়া ১৭ জনের করোনা পজেটিভ আসে। এ নিয়ে তার পরিবারের ১৮ জন করোনা পজেটিভ আসে। তবে শিল্পি আক্তার করোনায় আক্রান্ত হননি।

শিল্পী আক্তার জানান একজন ছাড়া বাড়ির ১৮ জনের করোনা পজেটিভ এসেছে। তবে তাদের কোন উপসর্গ নেই তারা বাড়িতে আইসোলোশনে আছে।

নারায়ণগঞ্জ সিভিল সার্জন

 

আরও পড়ুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

শপিংমল

যে কারনে রাত ৮ টার পর সারাদেশে মার্কেট-দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হলো

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ রাত ৮ টার পর সারাদেশে মার্কেট-দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। আওয়াতায় থাকছে  বিপণি বিতান, কাঁচা বাজার সহ অন্য সকল দোকান পাঠও।