নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জের বহু প্রতিক্ষিত এ পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হবে আগামীকাল ৭ মে বৃহষ্পতিবার থেকে।৬ মে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থাপিত এ পিসিআর ল্যাব উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান।
ল্যাব উদ্বোধনের পর সমাপনি বক্তবে সেলিম ওসমান বলেন, আল্লাহ তায়ালার উপর অসংখ্য শুকরিয়া আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সহজেই পিসিআর ল্যাবটি শুরু করতে পারছি।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সামসুজ্জোহা সঞ্জয় কে ধন্যবাদ জানিয়ে বলেন, সেদিন প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে তিনি যেভাবে নারায়ণগঞ্জের অবস্থা বর্ণনা করতে পেরেছিলেন প্রধানমন্ত্রী সেদিন রিয়েলাইজ করতে পেরেছিলেন নারায়ণগঞ্জে আজকে কি দুরবস্থা। পরে আমরা যোগাযোগ করার পরে এটাকে বিশেষ প্রায়োরিটি দেওয়া হয়।
জনগনের উদ্দেশ্যে তিনি কলেন, আপনারা অযথা করোনা পরীক্ষার জন্য আসবেন না। ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসবেন। ডাক্তার প্রয়োজন মনে করলে পরীক্ষা করা হবে। জনবলের কারনে প্রাথমিক ভাবে প্রতিদিন আপাতত ৯০ জনের নমুনা পরীক্ষা করা যাবে। তবে আমাদের লোকাবল যদি বেড়ে যায় তবে এখাবে ১৮০ থেকে ২০০ জনের নমুনা পরীক্ষা করা যাবে।
সেলিম ওসমান বলেন, আমরা চেষ্টা করেছিলাম দুই বছর পুর্বেই নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নিত করে মেডিকেল কলেজে রুপান্তরিত করব কিন্তু পরিনি। তবে হয়ে যাবে অবশ্যই এটিকে মেডিকেল কলেজে রুপান্তরিত করা হবে।
গুজবের বিষয়ে সেলিম ওসমান বলেন আমাদের নারায়ণগঞ্জে আমরা গুজবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। যারা গুজব ছড়ায় তাদেরকে ধরিয়ে দেন। তাদের কয়েকজনকে কঠিন শাস্তি দিলে কেউ আর গুজব ছড়াবে না। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ, খানপুর হাসপাতাল সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।