নারায়ণগঞ্জ বাণী ২৪.কমঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের আওয়ামীলীগেরপ্রার্থীকে নৌকা প্রতিক মনোনয়ণ দিতে জোরালো দাবী করে আসছে তৃলমূল থেকে সিনিয়র আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থ্যকরা। তাদের দাবী গত পাঁচ বছরে সোনারগাঁয়ে মহাজোটের প্রার্থী হিসেবে আওয়ামীলীগের স্থানীয় ও ত্যাগী নেতা-কর্মীরা যথাযথ
মূল্যয়ন না পাওয়ায় আওয়ামীলীগের রাজণীতিতে অনেকটা স্থবিরতা বিরাজ করছে। তাদের দাবী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন না দিলে সোনারগাঁয়ে আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম আরও দুর্বল হয়ে পড়বে। নারায়ণগঞ্জ-৩আসনে একাধিক নেতা আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে একজন হচ্ছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যূগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধূরী বিরু।
নিজের রাজনৈতিক দক্ষতা, যোগ্যতা, নেতা-কর্মীদের সাথে সহাবস্থান, সব মিলিয়ে অল্প দিনের মধ্যেই সোনারগাঁয়ের আওয়ামীলীগের নেতৃত্বে ও প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ডে ডাঃ বিরু একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছেন আওয়ামীলীগের এই নেতা।
সোনারগাঁ থানা আওয়ামীলীগে দলীয় কিচুটা কোন্দল থাকলেও ডাঃ বিরু রাজনীতিতে কোন গ্রুপিংয়ে লিপ্ত না থাকা, নেতা-কর্মীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করা, প্রভৃতি কারনে ডাঃ বিরুকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দিলে দলীয় কোন কেন্দল থাকবেনা বলে মনে করেন আওয়ামীলীগের নেতা-কর্মী ও সমর্থ্যকরা। আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রাপ্তি নিশ্চিত করতে এবং সোনাগাঁ থানা আওয়ামীলীগের ভিত্তি আরও মজবুত করতে বিভিন্ন ভাবে দলীয় কর্মচসূচী পালন করে যাচ্ছেন ডঃ বিরু। মনোনয়ন নিশ্চিত করতে কেন্দ্রে যেমন যোগাযোগ রাখছেন তেমনি সোনারগাঁয়ের প্রতিটি এলাকায় উঠান বৈঠক , গনসংযোগ, লিফলেট বিলি সহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলখ কর্মকান্ড তুলে ধরতে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে নির্বচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন ডাঃ আবু জাফন চৌধূরী বিরু। এ ছাড়াও বিরুর সমর্থ্যিত নেতা-কর্মীরা তার ছবি সংবলিত ব্যানার, ফেস্টুনে ছেয়ে ফেলেছে সোনারগাঁয়ের অলিগলি পথঘাট।
আজকের আরো খাবর পড়ুনঃ-