৬ আইনজীবি

নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী প্রধান দুই দলের ৬ আইনজীবি

নারায়ণগঞ্জ বাণী২৪ কমঃ  তফসিল ঘোষণার পূর্বেই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জের বিভিন্ন
আসনে নির্বাচনী প্রচারনা শুরু করে দিয়েছে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৫(নারায়ণগঞ্জ

সদর-বন্দর) আসন থেকে মনোনয়ন পেতে নির্বাচনী এলাকায় জনসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরন, সহ বিভিন্নকর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যচ্ছেন প্রধাণ দুই দলের (আওয়ামীলীগ ও বিএনপি পন্থী) ৬ আইনজীবি।মহাজোট মনোনিত নারায়ণগঞ্জ-৫ আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় পর্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য

এ কে এম সেলিম ওসমান। মহাাজাট মনোনিত জাতীয়পার্টি থেকে মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হওয়ায় এই আসনেআওয়ামীলীগের দলীয় কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে এমন দাবী করে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মহাজোট থাকলেও আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক বরাদ্দ দিতে দীর্ঘদিন যাবতই দাবী করে আসছে স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মী ও সমর্থ্যকরা। আর এ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেতে মাঠেনেমেছেন তিন আইনজীবি। এরা হলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবিসমিতির সাবেক সভাপতি এড. আনিসুর রহমান দীপু, নারায়লগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা. নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহিদ বাদল। এই তিন আইনজীবি নারায়ণগঞ্জ সদর ও বন্দর এলাকায় নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে উঠান বৈঠক, জনসংযোগ ও লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচী পালন করে যাচ্ছেন।

এদিকে যত বিছুই হোক বিএনপি এবার সংসদ নির্বাচনে অংশ নিবে এমন ধারণা বিরাজ করছে বিএনপি নেতা-কর্মী ও  সর্ম্যকদের মাঝে । ক্রমাগত মামলার বোঝা কাধে নিয়েও আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করছে বলে বিভিন্ন সভাসমাবেশ ও জনসংযোগে গিয়ে দাবী করে নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দিপনা সৃষ্টি করার চেষ্টা করছেন বিএনপির

মনোনয়ন প্রত্যাশীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ-৫ (নারায়ণগঞ্জ সদর-বন্দর) আসন থেকে

মনোনয়ন পেতে বিএনপিপন্থী তিন আইনজীবি নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে।

নারায়য়লগঞ্জ-৫ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে নির্বাচনী এলাকায়

ও কেন্দ্রে দৌড়ঝাপ শুরু করেছেন বিএনপিপন্থী এই তিন আইনজীবি। এরা হলেন বিএনপি চেয়ারপার্সনের

সহ আইন বিষয়ক উপদেষ্টা ও  নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিআরটিসির সাবেক

চেয়ারম্যান এড. তৈমূর আলম খন্দকার, নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি

এড. সাখাওয়াত হোসেন খান. ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এড. আবুল কালাম ।

প্রধান দুই দলের এই ৬ আইনজীবি নিজ নিজ দলে তাহাদের যোগ্যতা প্রমাণের লক্ষ্যে এবং মনোনয়ন পেতে উঠান বৈঠক,

জনসংযোগ,লিফলেট বিতরন সহ নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া সহ তাহাদের ছবি সংবলিত পোস্টার, ফেস্টুনে সায়লাব

করছেন পুরো নির্বাচনী এলাকা।

নারায়ণগঞ্জ ৩ আসনের নিউজ পড়তে নিচে ক্লিক করুন।

কে হচ্ছেন নারায়ণগঞ্জ-৩ এর নৌকার মাঝি..?

মাঠে কায়সার, চমকের অপেক্ষায় মোশারফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুলিশ

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকুরি হারাবে-দেখানো হবে পলাতক

নারাায়ণগঞ্জ বাণী২৪.কম’নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যারা, সেই সাথে তাদের পলাতক দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন