নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সৌদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মী ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে অবৈধ উল্লেখ করে পিবিআই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।ইতিমধ্যে তামিমা সুলতানা তাম্মীর আগের স্বামী মামলার বাদী রাকিব হাসান ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানিয়েছেন ।
প্রতিবেদনে তামিমার মা সুমি আক্তার, ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মী দোষিদোষি উল্লেখ করা হয়েছে। পিবিআই’র প্রধান (ডিআইজি) বনজ কুমার মজুমদার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ-BKMEA ’তে বিনামূল্য প্রশিক্ষণ-আবেদন ফরম ডাউনলোড করতে ক্লিক করুন
যে কোন সময়ে গ্রেপ্তার হতে পারেন নাসির এবং তামিমা গ্রেফতার হতে পারেন আদালত যদি গ্রেপ্তারি পরোয়ানার আবেদন মঞ্জুর করেন।
তামিমার সাবেক স্বামী রাকিব হাসান ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে মামলা দায়ের কারার পর গত ২৪ ফেব্রুয়ারি ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত।
আইনে যে শাস্তি অবৈধ বৈবাহিক সম্পর্ক নিয়ে,
এ রকম বিয়ে বৈধ বলে গণ্য হবে না মুসলিম আইন অনুযায়ী, ।বাতিল বা অবৈধ বিবাহ বলে গণ্য হবে এ বিয়ে।
৪৯৪ ধারা অনুসারে স্বামী বা স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পুনরায় বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ। বর্তমানে স্বামী বা স্ত্রী থাকাবস্থায় পুনরায় বিয়ে করলে, তা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। একই সাথে স্বামী বা স্ত্রী ৭ বছর পর্যন্ত কারাদন্ড এবং অর্থদন্ডেও দন্ডিত হবে যদি এই অপরাধ প্রমাণিত হয়।